ফেনীতে রেলে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ফেনীতে রেলে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি : সংগৃহীত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফেনী রেলস্টেশনের কাছে বারাহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ২টার দিকে ওই ব্যক্তি রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফেনী রেলস্টেশন মাস্টার ও জিআরপি পুলিশ ক্যাম্পকে বিষয়টি জানান। রাতেই রেলওয়ের জিআরপি পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী রেলস্টেশনে নিয়ে যায়। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ফেনী রেল স্টেশনে দায়িত্বরত রেলওয়ে জিআরপি পুলিশের এসআই মো. আমজাদ আলী চৌধুরী জানান, শনিবার রাত ২টার দিকে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ফেনী রেলস্টেশনের কাছে বারাহিপুর এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি।

তিনি জানান, রাতেই ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।