বিশ্বকাপের মারমুখি ব্যাটিংয়ের প্রদর্শনী ছিল গাপটিলের

বিশ্বকাপের মারমুখি ব্যাটিংয়ের প্রদর্শনী ছিল গাপটিলের

ছবিঃ সংগৃহীত।

টি-টোয়েন্টি যুগে প্রবেশ করার পর ক্রিকেট অনেকটা মারমুখি হয়ে গেছে। ওয়ানডে ক্রিকেটে ব্যাটাররা এখন হর-হামেশা ডাবল সেঞ্চুরি করে ফেলেন। ভারতের রোহিত শর্মার একারই রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। বিশ্বকাপ ক্রিকেটও দেখেছে ডাবল সেঞ্চুরির দেখা। এক ইনিংসে সবচেয়ে মারমুখি ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপটিল।

২০১৫ বিশ্বকাপে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ১৬৩ বলে ১১টি ছক্কা এবং ২৪টি বাউন্ডারির মার মারেন তিনি। গাপটিল ঝড়ে সেদিন নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছিলো ৩৯৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিলো ২৫০ রানে। ক্যারিবীয়দের পরাজয় ২৫০ রানে।

বিশ্বকাপের ইতিহাসে আরও একজন ব্যাটার ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তিনি হলেন ক্রিস গেইল। একই বিশ্বকাপে (২০১৫) ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।