জরুরি সংবাদ সম্মেলন ডেকে হঠাৎ স্থগিত করলো বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকে হঠাৎ স্থগিত করলো বিএনপি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল দলটি। তার কিছু সময় পরই এ ঘোষণা বাতিল করে বিএনপি।

বুধবার (১১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ ঘোষণা স্থগিত করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের জনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এদিকে, বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, সরকার আরেকটি একতরফা নির্বাচনের জন্য দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, সরকার বিএনপি নেতাদের গ্রেপ্তার করে কারাগারে রেখে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচনের পরিকল্পনা করছে।

বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণ সরকারকে আর একতরফা নির্বাচন করতে দেবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

এ সময় সরকারকে পদত্যাগে বাধ্য করতে আগামী দিনগুলোতে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান মির্জা ফখরুল।