ঢামেকে একসাথে ৫ সন্তানের জন্ম

ঢামেকে একসাথে ৫ সন্তানের জন্ম

ঢামেকে একসাথে ৫ সন্তানের জন্ম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার বান্ধারিয়া গ্রামের মনসুরা আক্তার (২২) নামে এক গৃহবধূ। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে নরমাল ডেলিভারিতে জন্ম হয় নবজাতকদের।ঢামেকের ইনডোর মেডিক্যাল অফিসার সাবিহা সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নরমাল ডেলিভারিতে জন্ম হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেছে। বাকি চারজনকে হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করা হয়েছে। বেঁচে থাকা নবজাতকদের মধ্যে একজন ছেলে এবং তিনজন কন্যা সন্তান।সাবিহা সুলতানা বলেন, অপরিপক্ব হওয়ায় তাদের অবস্থাও ভালো নয়। ২৬ সপ্তাহে তাদের জন্ম হয়। ওজনও কম। সর্বাত্মক চিকিৎসা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিশুদের মাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবজাতকদের বাবার নাম মামুন; তিনি পেশায় সিএনজি চালক। মামুনের মা বলেন, দুই বছর আগে ছেলেকে বিয়ে করিয়েছি। এই প্রথম তাদের ঘরে সন্তানের জন্ম হলো। বেঁচে তাকা নাতি-নাতনিদের এখনো কোলে নিতে পারিনি। তারা চিকিৎসাধীন।