কুমিল্লার সেই বিচারকের সাজার রায়ও স্থগিত

কুমিল্লার সেই বিচারকের সাজার রায়ও স্থগিত

কুমিল্লার সেই বিচারকের সাজার রায়ও স্থগিত

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার জামিনের পর সাজার রায়ও স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আগামী ২০শে নভেম্বর পর্যন্ত এ সাজা স্থগিত রাখার আদেশ দিয়েছেন।বৃহস্পতিবার সাড়ে ৫টায় সাজা স্থগিত করে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। আবেদনের পক্ষে ছিলেন শাহ মঞ্জুরুল হক। 

তিনি গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের আদেশ পাওয়ার পর ৫টা ২০ মিনিটের দিকে সাজা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করি। আদালত সাড়ে ৫টার দিকে ২০শে নভেম্বর পর্যন্ত সাজা স্থগিত করে আদেশ দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আদালত অবমাননার দায়ে বিচারক মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ। কিন্তু ৩ ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে হাইকোর্টের একই বেঞ্চ ওই বিচারককে জামিন দেন।