রাশিয়াকে বিপুল অস্ত্র পাঠিয়েছে উ. কোরিয়া

রাশিয়াকে বিপুল অস্ত্র পাঠিয়েছে উ. কোরিয়া

সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার এ অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি অভিযোগ করে বলেছেন, রাশিয়াকে এক হাজার কনটেইনার ‘সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র’ সরবরাহ করেছে পিয়ংইয়ং। একটি ছবি প্রকাশ করে মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার নাজিনে ৩০০টি কনটেইনার জড়ো করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে তিখোরেটস্কের একটি ডিপোতে সাগর ও রেলপথে সরঞ্জামগুলো পাঠানো হয়েছে।