শাহ আমানত ব্রিজে মিনিবাস উল্টে নিহত ১

শাহ আমানত ব্রিজে মিনিবাস উল্টে নিহত ১

সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বাস দুর্ঘটনায় একজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চার নারীসহ ১১ জন। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে। দুঘর্টনায় নিহত ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা হলেন, মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮) কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা(২১), জয়নাব বেগম (৩৫), মো: অভি (১২), আরজু (১৭), লাকি আক্তার (৪০)।

প্রত্যক্ষদর্শী একজন শ্রমিক জানান, ‘কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে নতুন ব্রিজের উপর এলে গতির নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি উল্টে যায়। এ সময় বিকট শব্দে আওয়াজ হলে গিয়ে দেখি একজন মাটিতে পড়ে আছে। তিনি আরো জানান, বাসের জানালার কাঁচ ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছে।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান, শাহ আমানত সেতু এলাকায় চাকা ফেটে যাত্রীবাহী একটি বাস উল্টে যায়। এতে ৫০ বছর বয়সী এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। চার নারীসহ আহত হয়েছেন ১১জন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।