শাশুড়ি হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন

শাশুড়ি হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন

ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শাশুড়ি নুরজাহান বেগমকে হত্যার দায়ে পুত্রবধূ রোজিনা বেগমকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টায় দিকে রাজবাড়ী জেলা জজ কোর্টের বিচারক মোছা. জাকিয়া পারভীন এই রায় ঘোষণা করেন। 

রাজবাড়ী জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ এই তথ্য নিশ্চিত করেন। 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রাম থেকে নুরজাহান বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নুরজাহান বেগমের ছেলে বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ বারেক শেখের স্ত্রী রোজিনা বেগমকে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ গ্রেফতার করে। তিনি আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। 
দীর্ঘদিনের স্বাক্ষ্য প্রমাণ শেষ আদালত এই রায় ঘোষণা করেন। 

রোজিনা বেগমের ছেলে তৌহিদুল ইসলাম বলেন, আমরা রাজবাড়ী জর্জ কোর্টের রায় হাতে পেলে উচ্চ আদালতে আপিল করব।