রংপুরে বিএনপি কার্যালয় থেকে পেট্রোলবোমা উদ্ধার

রংপুরে বিএনপি কার্যালয় থেকে পেট্রোলবোমা উদ্ধার

সংগৃহীত

রংপুরে বিএনপির কার্যালয়ের পেছন থেকে হরতাল চলাকালীন সময় নয়টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তসাপেক্ষে বিস্ফোরক আইনে পুলিশ মামলা করবে বলে জানানো হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের গলি থেকে এগুলো উদ্ধার করা হয়।

  পেট্রোলবোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মহানগর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, নাশকতা সৃষ্টির জন্যই হয়ত কেউ বিএনপি কার্যালয়ে আশপাশে এসব পেট্রোলবোমা জমা করে রেখেছিল।

পুলিশ তা উদ্ধার করেছে। তবে কে বা কারা এসব পেট্রোলবোমা রেখেছে তা অনুসন্ধান করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন। তিনি বলেন, পুলিশ সম্পূর্ণ মিথ্যা নাটক সাজিয়েছে। আমাদের কার্যালয় বন্ধ ছিল। পুলিশ নিজেই ভ্যানে করে পেট্রোলবোমা নিয়ে এসে নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী বাবুকে আটক করে নিয়ে যায় পুলিশ।