নিষেধাজ্ঞার শেষদিনে ভোলায় ৮২ জেলে আটক

নিষেধাজ্ঞার শেষদিনে ভোলায় ৮২ জেলে আটক

ছবিঃ সংগৃহীত।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ৮২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও পুলিশ সদস্যরা।এসময় তাদের কাছ থেকে আড়াই লাখ মিটার জাল ও ৭৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত ভোলা সদরের ভেদুরিয়ার তেঁতুলিয়া নদী, ইলিশার মেঘনা নদী ও দৌলতখান উপজেলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কামাল আজাদ   বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনে নদীতে মা ইলিশ শিকার করার সময় জাল ও ইলিশসহ ৮২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ভোলার সদর থেকে ৫৬ ও দৌলতখান উপজেলা থেকে ২৬ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়াও আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।