ভারতে ফিরে গেছেন লিটন

ভারতে ফিরে গেছেন লিটন

লিটন কুমার দাস

কলকাতা পর্ব শেষে বাংলাদেশ দল দিল্লিতে গেলেও দলের সঙ্গে সেখানে যাননি ওপেনার লিটন দাস। পাকিস্তান ম্যাচের পর ছুটি নিয়ে ঢাকায় ফেরেন এ ওপেনার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।

এবার ছুটি শেষে দিল্লিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন। তবে দলীয় অনুশীলন বাতিল হওয়ায় ভ্রমণক্লান্তি নিয়ে অনুশীলন করার দরকার পড়ছে না লিটনের।

এদিকে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব বাহিনী। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ভারত বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে পারছেন না এ ওপেনার। চলতি আসরে দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মোটের ওপর ২২৫ রান। বিশ্বকাপের আগেও খুব একটা ফর্মে ছিলেন না লিটন। ১০ ইনিংসের মধ্যে মাত্র একটিতে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে।

অন্যদিকে বিশ্বকাপে বেশ বাজে ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ছয় ম্যাচে টানা হেরেছে লাল-সবুজেরা। টানা হারে অনিশ্চিত হয়ে পড়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও। তাই পয়েন্ট টেবিলে অন্তত সাত-আটে থেকে শেষ করাই এখন বাংলাদেশের লক্ষ্য। এতে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পারবে লাল-সবুজেরা।