আমার কাজ শুরু হবে বিশ্বকাপের পর: হাথুরু

আমার কাজ শুরু হবে বিশ্বকাপের পর: হাথুরু

হাথুরুসিংহ

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর হারের বৃত্তে আটকা পড়েছে বাংলাদেশ। টানা ছয় ম্যাচ হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে টাইগারদের। শঙ্কা জেগেছে আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কিনা তা নিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ম্যাচ উপলক্ষ্যে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন সাকিব আল হাসানরা। আগামীকাল লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

দিল্লিতে শ্রীলঙ্কা ম্যাচের আগে হাথুরুসিংহের কাছে দলের বর্তমান অবস্থা সহ সামনের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয়। টানা ছয় ম্যাচ হারের পর দলকে ভবিষ্যৎ আপনার কি দেওয়ার আছে এমন প্রশ্নে হাথুরু বলেন, 'দেখুন আমি মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি, আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর।' 

দলের ব্যর্থতার জন্য বিশ্বকাপের পর আপনি কোচ থাকছেন তো? উত্তরে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি কোচ থাকবো কি না এটা আমার ওপর নির্ভর করে না। এটা আসলে বোর্ডের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে। ’

হাথুরু আরো বলেন, ‘আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি। ’ 

‘আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো। ’