সেমিতে যেতে জটিল সমীকরণে পাকিস্তান

সেমিতে যেতে জটিল সমীকরণে পাকিস্তান

ফাইল ছবি

বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কাকে কোনো প্রতিরোধই গড়তে দিল না নিউজিল্যান্ড। মাত্র ১৭১ রানে অলআউট করে আবার সেই রান মাত্র ২৩.২ ওভারের মধ্যে নিয়ে নেয় কিউইরা। অসাধারণ এই জয়ে যেমন নিজেদের সেমিফাইনালে যাওয়ার পথ সহজ করে নিল নিউজিল্যান্ড, ঠিক উল্টো অবস্থা পাকিস্তানের।

রানরেটে এগিয়ে থাকা কিউইরা পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা আরো জটিল থেকে জটিলতর করে দিল। বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে গেলে এখন ঐশ্বরিক কিছু করতে হবে।

সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। অর্থাৎ প্রথমে ব্যাট করে পাকিস্তান যদি ৩০০ রান করে, তাহলে ইংল্যান্ডকে ১৩ রানের মধ্যে অল আউট করতে হবে।

আর বলের হিসেবে পাকিস্তানকে অন্তত ২৮৪ বল হাতে রেখে জিততে হবে। অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাট করে যদি ৫০ রান করে, তাহলে পাকিস্তানকে সেই রান তুলে ফেলতে হবে মাত্র ১৬ বলের মধ্যে।

সমীকরণটা বেশ কঠিন এবং জটিল পাকিস্তানের জন্য। সেমিফাইনালে ওঠা তাই পাকিস্তানের পক্ষে এখনও সম্ভব শুধু কাগজে-কলমে।

অন্যদিকে আফগানিস্তানের জন্য আরো জটিল অংক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের জিততে হবে ৪৩৮ রানে!