ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ তামিম-লিটন

ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ তামিম-লিটন

সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাস্তবায়নে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন লিটন কুমার দাস ও তানজীদ হাসান তামিম। দু’জনের জুটিতে ১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয়েছে ৬২ রান। তবে ১১.২ ওভারের মাথায় এসে আউট হয়ে মাঠ ত্যাগ করেন তানজীদ তামিম। অপরদিকে দলীয় রানের মাথায় আউট হন লিটন দাস। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ২ উইকেটে ১০৬ রান।

৩৬ রান করে তানজীদ ফেরায় ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি। ১২তম ওভারের দ্বিতীয় বলটি শর্ট লেন্থে করেছিলেন শন অ্যাবট। শরীর বরাবর আসা বাউন্সার লাফিয়ে উঠে ডিফেন্স করতে যান তামিম, ব্যাটের উপরের দিকে লেগে ফিরতি ক্যাচ যায় বোলারের কাছে। তাতে তানজীদের সম্ভাবনাময় ইনিংসের সমাপ্তি ঘটে সফট ডিসমিসালে। লিটন দাস আউট হন ৪৫ বলে ৩৬ রান করে।

বিশ্বকাপের শেষ ম্যাচটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে।

ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে।