কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতামূলক র‌্যালি

কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতামূলক র‌্যালি

সংগৃহীত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র‌্যালি করেছে ডায়াবেটিস সমিতি। মঙ্গলবার সকাল ১০টায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ প্রতিপাদ্যে নানা সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়।

র‌্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিন। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান কালটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এস আর খান। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন ডিভিশনের পরিচালক ড.আমানুর আমান, ডায়াবেটিক হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ মোহনা আফরোজ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সারাবিশ্বে ডায়াবেটিস রোগ প্রতিনিয়ত বাড়ছে। এটা শুধু বয়স্কদের রোগ নয়। সব বয়সেই এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুস্থ সবলভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করতে হবে এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা সুস্থ সবল থাকতে পারব।