বিশ্ববাজারে ডলারের দাম তিন মাসে সর্বনিম্ন

বিশ্ববাজারে ডলারের দাম তিন মাসে সর্বনিম্ন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে উন্নতির পাশাপাশি কমছে মূল্যস্ফীতি। ফলে ইতিবাচক অর্থনৈতিক ডাটায় বিশ্ববাজারে ডলারের দাম কমে কয়েক মাসে সর্বনিম্ন হয়েছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে ডলারের সূচক কমে হয় ১০৩.২, যা গত আগস্টের শেষের পর থেকে সর্বনিম্ন দাম। এ ছাড়া গতকাল জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দাম কমে হয় ১৪৭.৩৯। গত সোমবারও ডলার ছিল ১৪৮.৩১ ইয়েন।

বিনিয়োগকারীরা মনে করছেন, অর্থনীতি ইতিবাচক থাকায় আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের সুদহার কমতে থাকবে। ফলে ডলার এড়িয়ে তারা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করছেন। তাঁরা আশা করছেন, আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের যে বৈঠক হতে চলেছে তাতে সুদহার অপরিবর্তিত রাখা হবে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টেফেন ইনস বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিবাচক ডাটা দেখে অনেক বিনিয়োগকারী ডলারভিত্তিক বন্ড ছেড়ে অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বেকারত্ব কমে হয়েছে ৩.৯ শতাংশ। মূল্যস্ফীতিও স্থিতিশীলতার দিকে যাচ্ছে।’ সূত্র : এএফপি, ট্রেডিং ইকোনমিকস।