ককটেল বিস্ফোরণে রুয়েটছাত্র আহত

ককটেল বিস্ফোরণে রুয়েটছাত্র আহত

ছবিঃ সংগৃহীত।

ককটেল বিস্ফোরণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত সংগ্রাম কুমার (২৪) রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহ জেলায়।

 

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় হাতবোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত সংগ্রামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে হাতবোমার স্প্লিন্টার লেগেছে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, রুয়েট থেকে অটোরিকশায় আসার পর নেমে ভাড়া দিচ্ছিলেন সংগ্রাম। এ সময় পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এর একটি স্প্লিন্টার সংগ্রামের পায়ে লাগে।

 

ওসি বলেন, ঘটনার সময় লোকজন মনে করেছে গাড়ির টায়ার পাংচার হয়েছে। কে কোন জায়গা থেকে হাতবোমা মেরেছে তা কেউ দেখেনি। আগে থেকে থাকা হাতবোমার বিস্ফোরণ হয়েছে কিনা তাও জানা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।