বরিশালে ২৪০ মণ জাটকা জব্দ, চালক-হেলপার আটক

বরিশালে ২৪০ মণ জাটকা জব্দ, চালক-হেলপার আটক

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বরিশালে একটি ট্রাক তল্লাশি করে ২৪০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট স্থাপন করে জাটকা জব্দসহ তাদের আটক করা হয়।

কফিল উদ্দিন জানান, ৭৫টি ককশিটে ২৪০ মণ জাটকা নিয়ে একটি ট্রাক পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট স্থাপন করে নৌ পুলিশ। ওই চেকপোস্টে আটক করা হয় সন্দেহ জনক একটি ট্রাক। পরে ট্রাকটি তল্লাশি করে ২৪০ মণ জাটকা জব্দ করে নৌ পুলিশ। এ সময় আটক করা হয় ট্রাকের চালক ও হেলপারকে। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানান নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন