খুলনায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা

খুলনায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা

ছবিঃ সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে দুস্থ অসহায়, দরিদ্র ও অস্বচ্ছ মৎস্যজীবী ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দিঘলিয়া উপজেলা চত্বরে মৎস্য বিভাগের আয়োজনে সুফলভোগী জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মেখ মারুফুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর নির্দেশেই জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণ দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলার মানুষকে ভালোবাসেন, এজন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ এ উপজেলার ১৬ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার অনান্য সুবিধাভোগী জেলেদের এ প্রকল্পের আওতায় আনা হবে।

 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান আলী রেজা বাচ্চা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল করিম, মৎস কর্মকর্তা মোহাম্মাদ মনজুরুল ইসলাম, ইউ পি সদস্য মো রানা, মোঃ বুলু শেখ প্রমুখ।