আশুলিয়ায় যাত্রীবেশে বাসে আগুন

আশুলিয়ায় যাত্রীবেশে বাসে আগুন

ছবিঃ সংগৃহীত।

ঢাকার আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুরস্থানীয়রা জানান, গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইতিহাস পরিবহনের বাসটি কবিরপুর পৌঁছালে পেছনের সিটে আগুন দেখতে পান যাত্রীরা। পরে চালক বাসটি থামালে যাত্রীরা নিরাপদে নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

 

বাসটির চালক জ্যোতিন বলেন, ‌‘হঠাৎ বাসের পেছনের অংশে আগুন দেখতে পাই। পরে বাসটি থামালে যাত্রীরা নেমে পড়েন। এসময় মাস্ক পরা কয়েকজন যাত্রী দৌড়ে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে বাসটিতে উঠেছিল দুর্বৃত্তরা।’ এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।