জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান

জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান

জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার অভিযোগে এক মামলায় দলটির যুগ্ম মহাসচিব ও বরিশালের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

 

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো: হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সাথে ছিলেন আইনজীবী মো: আক্তারুজ্জামান।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরের ঘটনায় বরিশালের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারকে পল্টন থানায় ১ নভেম্বর দায়ের করা নাশকতার মামলায় মোহাম্মদপুরের বাসা থেকে ৩ তারিখ গ্রেফতার করা হয়। আজ এ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। 

তিনি আরো জানান, এফআইআরে তার নামটা দেয়া আছে। কিন্তু ভেতরে কিছু লেখা নেই। কোনো সিজার লিস্ট (জব্দ তালিকা) নেই। তাকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে। আজ জামিন হওয়ার কারণে তার জেল থেকে বের হতে আর কোনো বাধা নেই।