প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে শামীম-শাম্মী

প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে শামীম-শাম্মী

ফাইল ছবি

প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক ও বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ।

মঙ্গলবার শামীম ও শাম্মীর আইনজীবী শাহ মঞ্জরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার শামীম হক ও শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট।

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক—এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত ৮ ডিসেম্বর আবেদন করেন ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। পরবর্তীতে ১৫ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এই রায় দেয় ইসি। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শামীম হক।

অন্যদিকে গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বে অভিযোগে নির্বাচন কমিশন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করে।