মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর গণসংযোগ

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর গণসংযোগ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে গণসংযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় তিনি বলেন, মানিকগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ, মেডিকেল কলেজ, ডায়াবেটিক হাসপাতালসহ অনেক উন্নয়ন হয়েছে। মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। আবারো ভোটাররা নৌকা মার্কায় ভোট দিবেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। 

বুধবার দুপুরে মানিকগঞ্জ শহরে তার নির্বাচনি প্রচারে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, দেশে বিদেশে ষরযন্ত্র চলছে। এই ষরযন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একটি দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারা জ্বালাও পোড়াও করছেন, বাস ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে। নির্বাচিত হলে মানিকগঞ্জে আরোও উন্নয়ন হবে। মানুষের কর্মসংস্থান হবে। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, গাজী কামরুল হুদা সেলিম, রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী, সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি উপস্থিত ছিলেন।