আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশ

আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের পথে বাংলাদেশ

সংগৃহীত

বালাদেশের ক্রিকেটে এখন সুসময়ের হাওয়া বইছে। এর মধ্যে মিষ্টি একটা সুঘ্রাণ এনেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত মাসেই যুবারা জিতেছে এশিয়া কাপ। লক্ষ্য এখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। যার জন্য আজ দুপুরে অনুষ্ঠিত হয় যুব দলের আনুষ্ঠানিক ফটোসেশন। আগামীকালই দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলার জন্য দেশ ছাড়বে দলটা। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাহফুজুর রহমানদের বিশ্বকাপ মিশন। এছাড়া টাইগার যুবদের গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করা আরিফুল ইসলাম ফর্মটা ধরে রাখতে চান বিশ্বকাপে। মিরপুরে গণমধ্যমের মুখোমুখি হয়ে এই ব্যাটার বলেন, 'এশিয়া কাপ ভালো গেছে আলহামদুলিল্লাহ্‌। আমরা এখন আরো ভালো ক্রিকেট খেলতে চাই। আমরা স্বাভাবিক ক্রিকেটটাই খেলতে চাই। যেদিন আমাদের ম্যাচ, সেদিন যেন ভালো ক্রিকেট খেলতে পারি এটাই লক্ষ্য।'

তিনি আরও বলেন, 'দলের প্রতি আত্মবিশ্বাস অবশ্যই আছে। অবস্থাও ভালো। দোয়া করবেন যেন ভালো ক্রিকেট খেলতে পারি। আমি শতভাগ সন্তুষ্ট। আমাদের দলের খেলোয়াড়রা আমাকে অনেক সহায়তা করছে। কোচ থেকে শুরু করে সবাই সহায়তা করে আমার কাজ সহজ করে দিচ্ছে। আমার মনে হয় কোনো কিছু ওরকম কঠিন হবে।'  

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- মাহফুজুর রহমান (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব, পারভেজ জীবন, মোহাম্মদ রাফিউজ্জামান, রোহানাত দৌল্লাহ, ইকবাল হোসেন, ওয়াসি সিদ্দিকি ও মারুফ মৃধা।