অস্ট্রেলিয়ায় নাৎসি স্যালুট-ঘৃণার প্রতীক নিষিদ্ধ

অস্ট্রেলিয়ায় নাৎসি স্যালুট-ঘৃণার প্রতীক নিষিদ্ধ

ছবিঃ সংগৃহিত।

নাৎসি স্যালুট ও সব ধরনের ঘৃণার প্রতীককে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এখন থেকে যারা এই স্যালুট ও প্রতীক প্রদর্শন করবে তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে।

নাৎসি স্যালুট ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত প্রতীক প্রদর্শন বা বিক্রি নিষিদ্ধের আইনটি সোমবার (৮ জানুয়ারি) কার্যকর হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এ সম্পর্কিত অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আইনটিতে এসএস-এর স্বস্তিকা ও বজ্রপাতের চিহ্নসহ নাৎসি মোটিফ বিক্রি ও প্রদর্শনকে অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফাস এক বিবৃতিতে বলেছেন, এখন নাৎসি স্যালুট বা প্রকাশ্যে নাৎসি ঘৃণার প্রতীক প্রদর্শন করা বা ব্যবসা করা বেআইনি। সন্ত্রাসবাদকে উৎসাহিত করাকেও ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পর প্রমাণ হয়েছে হলোকাস্ট বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করে এমন কোনো বিষয়ের স্থান অস্ট্রেলিয়ায় হবে না।

প্রাথমিকভাবে বিলটিতে নাৎসি স্যালুটের ব্যাপারটি উল্লেখ ছিল না। কিন্তু বেশ কয়েকটি ঘটনার পর ওই বিলটি সংশোধন করা হয়।

সূত্র: আল-জাজিরা