প্রত্যন্ত অঞ্চলে ভালো চিকিৎসার লক্ষ্যে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রত্যন্ত অঞ্চলে ভালো চিকিৎসার লক্ষ্যে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

সংগৃহীত

নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘প্রত্যন্ত অঞ্চলে কীভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘ঢাকায় রোগীর চাপ কমাতে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করা হবে। আন্তরিকতার সাথে কাজ করলে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।’

আজ রবিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবার সাথে বসে পরিকল্পনা করা হবে। মন্ত্রীর দরজায় প্রটোকল লাগবে না। সবার জন্য উন্মুক্ত থাকবে।’

তিনি জানান, দেশের প্রতিটি হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। এরপর সমস্যা চিহ্নত করে পরিকল্পনা করবেন। 

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কোনো সমস্যায় পড়লে প্রধানমন্ত্রীকে ফোন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী, সমস্যায় পড়লে আমি তাই করব।