জাপানে পার্ক করা উড়োজাহাজে আরেক উড়োজাহাজের ধাক্কা

জাপানে পার্ক করা উড়োজাহাজে আরেক উড়োজাহাজের ধাক্কা

ছবিঃ সংগৃহীত।

জাপানের একটি বিমানবন্দরে ট্যাক্সি করার সময় কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজের ক্যাথে প্যাসিফিক উড়োজাহাজের ‘ধাক্কা’ লাগে।

টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণের সময় জাপান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সঙ্গে কোস্টগার্ডের একটি ছোট উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের দুই সপ্তাহ পর এ ঘটনা ঘটলো।  ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, মঙ্গলবার উত্তরাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপের সাপ্পোরোতে নিউ চিটোস বিমানবন্দরে উড়োজাহাজটি পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় কোনো গ্রাহক বা ক্রু ছিল না।

কোরিয়ান এয়ারও নিশ্চিত করেছে, তাদের বিমানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।খবর অনুসারে, কোনো বিমান সংস্থাই ক্ষয়ক্ষতির পরিমাণ বা কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি। বিমানবন্দরের অপারেটর হোক্কাইডো বিমানবন্দরকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

হোক্কাইদো কালচারাল ব্রডকাস্টিং জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানবন্দরের দমকল কর্মীরা প্রস্তুত ছিল।তবে তেল লিক বা আগুন লাগার ঘটনা ঘটেনি।  জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, বিকাল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের অপারেটর দুটি যাত্রীবাহী বিমানের মধ্যে ধাক্কার খবর পায়।

সম্প্রতি হোক্কাইডোতে ব্যাপক ঠান্ডা পড়ছে। বেশ কয়েকটি শহরে ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ভারী তুষারপাতের কারণে মঙ্গলবার ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।