পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ চলছে

পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার কাজ চলছে

সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া রজনীগন্ধা নামে ফেরিটি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। এখনো নিখোঁজ ফেরির সেকেন্ড মাস্টার হুমায়ুন কবীর। তবে এ পর্যন্ত ফেরিতে থাকা দুইটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, গত বুধবার রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় কয়েকঘণ্টার জন্য উদ্ধার কাজ বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে আবার যানবাহন উদ্ধার কাজ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী বড় জাহাজ প্রত্যয় ও রুস্তম গেলে ফেরি উদ্ধারের কাজ শুরু করা যাবে বলে জানান তিনি। ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ফেরির সহকারী মাস্টার হুমায়ন কবীরের সন্ধান মেলেনি। এ ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয় বুধবার।