চবিতে সম্প্রীতির বার্তায় কুয়াশা উৎসব

চবিতে সম্প্রীতির বার্তায় কুয়াশা উৎসব

সংগৃহীত

চবিতে সম্প্রীতির বার্তা নিয়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের (সমান্তরাল) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুয়াশা উৎসব ২০২৪। রোববার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজনটি শুরু হয়।

আয়োজক কমিটি জানায়, ২০টি স্টলে বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের ঐতিহ্য তুলে ধরতে এই উৎসবে অংশ নিয়েছে। এসব স্টলে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, পিঠা, পোষাক এবং বই স্থান পেয়েছে।

আয়োজনের সমন্বয়ক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পালি বিভাগের শিক্ষার্থী অর্থি চাকমা বলেন, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমরা বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় করে এই আয়োজন করেছি। যা সমাজের কাছে ইতিবাচক বার্তা হিসেবে পৌঁছে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে বলেন, বাঙালির সংস্কৃতির বৈচিত্র‍্যের জন্য এমন উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি এমন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সম্প্রীতির এই বার্তা সব স্তরে প্রচার হওয়া উচিৎ।