২০ মণ জাটকা ফেলে পালালেন জেলে-বিক্রেতা

২০ মণ জাটকা ফেলে পালালেন জেলে-বিক্রেতা

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুরের রায়পুরে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জাটকাগুলো স্থানীয় সাতটি এতিমখানায় বিতরণ করা হয়।এরআগে সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। আভিযানিক টিমকে দেখে জেলে ও বিক্রেতারা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে নদী এলাকায় অভিযান চলছে। মাসব্যাপী কয়েক ধাপে এ অভিযান চলবে। সে লক্ষ্যেই পুরান বেড়ি এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে।