মিয়ানমারের ১৫ সীমান্তরক্ষী হাসপাতালে ভর্তি

মিয়ানমারের ১৫ সীমান্তরক্ষী হাসপাতালে ভর্তি

সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিবিদ্ধ গুরুতর আহত ১৫ জনকে কক্সবাজার সদর হাসপাতাল ও উখিয়া এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা তাদের নিয়ে হাসপাতালে আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধরা হলেন জা নি মং এবং নিম লাইন কিং। তারা ২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্ট ১৩ জনকে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

এর আগে, তুমব্রু সীমান্ত দিয়ে নিজেদের আত্মরক্ষায় বাংলাদেশে প্রবেশ করা ৬৮ জনের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন। তাদের বিজিবি হেফাজতে রেখে উখিয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গেল রোববার মধ্যরাত থেকে অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ে অবস্থান করছিল মিয়ানমার আরাকান আর্মির সদস্যরা। ওই পাহাড়ে ছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প। কিন্তু এখন এটি দখলে নিয়েছে বিদ্রোহীরা। ওপারে বৃষ্টির মতো গুলির শব্দের কারণে এপারে আতঙ্কিত হচ্ছে লোকজন।