নারায়ণগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা ও কুঁড়িপাড়া এলাকার চারটি স্পটে এই অভিযান পরিচালিত হয়।

এসময় চার কিলোমিটার বিস্তৃত বিভিন্ন আবাসিক এলাকার দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় ৮০০ ফুট অবৈধ পাইপ ও বিপুল সংখ্যক রাইজার।

পরে অবৈধ বিতরণ সংযোগের চিহ্নিত করা সবগুলো পয়েন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ।