আজ মোদির সাথে সাক্ষাত হতে পারে পররাষ্ট্রমন্ত্রীর

আজ মোদির সাথে সাক্ষাত হতে পারে পররাষ্ট্রমন্ত্রীর

সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে রাতে নয়াদিল্লি পৌঁছেছেন।

ড. হাছান মাহমুদ আজ বুধবার রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশে নতুন সরকারের শপথ নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই হবে হাছানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।
আজ সন্ধ্যায় ভারতের বিদেশ মন্ত্রণালয়ের (এমইএ) এক বিবৃতিতে বলা হয়, এই সফরটি হলো, উভয় দেশ তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি যে উচ্চতর গুরুত্ব এবং অগ্রাধিকার দেয়, তারই প্রতিফলন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মকান্ডের অগ্রাধিকার নির্ধারণ করবেন। তারা অভিন্ন স্বার্থের উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপক্ষীয় বিষয়েও মত বিনিময় করবেন বলে বিবৃতিতে জানানো হয়।
সূত্র : বাসস