সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবির মহাপরিচালক

সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবির মহাপরিচালক

ফাইল ছবি

ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন যাচ্ছেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি জানিয়েছে, আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১১টার আগে সীমান্তে পৌঁছাবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এরপর সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। পরে ১১টা ২০ মিনিটে সেখানে সংবাদ কাভারে নিয়োজিত সংবাদ কর্মীদের সাথে ঘুমধুমে বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সেনাশাসকদের সংঘর্ষ আরও ঘনীভূত হয়ে উঠেছে। মিয়ানমার থেকে অনবরত গুলি ও মর্টারশেলের তাণ্ডবে বাংলাদেশ সীমান্তে ক্ষতির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে।

গত কয়েকদিন ধরে ওপার থেকে একের পর এক গোলা এসে পড়ছে বান্দরবান ও কক্সবাজার সীমান্তের ভেতরে। তাতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। সীমান্তের কয়েকশ পরিবারকে বাড়ি থেকে সরিয়ে আনা হয়েছে।