দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭.৮

ছবি: সংগৃহীত

আবারো মাঝারি শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ের তেঁতুলিযায়। উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এর আগে, বুধবার (৭ ফেব্রুয়ারি) ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্। 

তিনি বলেন, আবারো হঠাৎ করে মাঝারি শৈত্য প্রবাহের কারণে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গেছে। আজ ভোর ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে, তীব্র শীত ও আবারো শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সব সময় গরম কাপড় পরতে হবে।