ফের হোঁচট, বিপাকে আর্জেন্টিনা

ফের হোঁচট, বিপাকে আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

২০২৪ প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্বে ফের হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত তারা। ভেনেজুয়েলার পর প্যারাগুয়ের সঙ্গেও ড্র করেছে আলবিসেলেস্তেরা। ফলে কঠিন হয়ে উঠেছে হাভিয়ের মাচেরানোর দলের অলিম্পিক ফুটবলের টিকিট।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয় মেসির উত্তরসূরিরা। প্যারিসে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকে খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না। তবে সেখানেই ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় মাচেরানোর শিষ্যরা। দলকে এগিয়ে দেন পাবলো সোলারি। তবে বিরতি ঠিক আগ মূহূর্তে সমতায় ফেরে প্যারাগুয়ে। ডিয়েগো গোমেজের গোল ১-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

এরপর ম্যাচের ৭০তম মিনিটে নুনেজের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় প্যারাগুয়ে। তবে ১৪ মিনিট পরই থিয়াগো আলমাদা পেনাল্টিতে সমতায় ফেরে আর্জেন্টাইনরা।

ম্যাচের একদম শেষ দিকে ৯০তম মিনিটে প্যারাগুয়েকে এনজো গনসালেস এগিয়ে নিলে হারের শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। তবে ইনজুরি টাইমে আর্জেন্টিনাকে সমতাসূচক এক পয়েন্ট এনে দেন ফেদেরিকো রিদোনদো।

লাতিন আমেরিকা থেকে দুটি দল অলিম্পিক ফুটবলের টিকিট পাবে। সর্বোচ্চ ৪ পয়েন্টে ইতোমধ্যে প্যারাগুয়ে দুটি টিকিটের একটির আভাস দিয়ে রেখেছে। অপর টিকিটের জন্য নিজেদের শেষ ম্যাচে আগামী ১১ ফেব্রুয়ারি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে। যেখানে ম্যাচটি ড্র করলেই মূল পর্বে উঠে যাবে সেলেসাওরা। কিন্তু টিকিট নিশ্চিতে অবশ্যই জিততে হবে আর্জেন্টাইনদের।