নির্বাচন নিয়ে যে বার্তা দিল পাকিস্তানের সেনাবাহিনী

নির্বাচন নিয়ে যে বার্তা দিল পাকিস্তানের সেনাবাহিনী

সংগৃহীত ছবি

পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোট গণনা চলছে। বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষে খুবই ধীরগতিতে ভোট গণনার কাজ করা হচ্ছে। এদিকে নির্বাচনের পর পাকিস্তানের জনগণের উদ্দেশে বার্তা দিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, এ নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে। খবর আরব নিউজের

আরও বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী আশাবাদী, তাদের ত্যাগ বৃথা যাবে না। এই নির্বাচন পাকিস্তানের গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করবে। পাকিস্তানি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথকে আরও বেশি প্রশস্ত করবে। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য তারা সবসময় নিবেদিত থাকবে। এছাড়াও তাদের দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেয়ার জন্য তারা সবসময় প্রস্তুত।

এছাড়া কোনো রকমের সহিংসতা ছাড়াই ‘শান্তিপূর্ণ’ নির্বাচনের জন্য তারা পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সংবিধান অনুসারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে পকিস্তানের সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারায় সেনাবাহিনী গর্বিত বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।