বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

ছবি : প্রতীকি

নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে শ্রী প্রসনজিত চন্দ্র দাস (১৪) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার স্বল্পদশাল এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনে কাটা পড়ে মারা যায় প্রসেনজিত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসনজিত মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের শ্রী পরেশ চন্দ্র দাসের ছেলে।

এএসআই মো. ফজলুর রহমান জানান, সোমবার বোনের বাড়ি বারহাট্টার স্বল্পদশাল যাওয়ার জন্য মোহনগঞ্জ স্টেশনে ময়মনসিংহগামী লোকাল ট্রেনে চড়ে প্রসেনজিত। এটাই তার প্রথম ট্রেনে যাত্রা। এর আগে কোনদিন ট্রেনে চড়েনি প্রসেনজিত। বারহা স্টেশনে না নেমে বোনের বাড়ির সোজা চলন্ত ট্রেন থেকে নেমে পড়ে সে। এতে ট্রেনের নিচে পড়ে গিয়ে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে রাতে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে পরিবারের লোকজনও এসেছেন।

নিহত প্রসেনজিতের বাবা পরেশ চন্দ্র জানান, প্রসেনজিত মানসিক ভারসাম্যহীন ছিল। এটা তার জীবনে প্রথম ট্রেন যাত্রা ছিল।

এএসআই মো. ফজলুর রহমান আরও জানান, লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চাইছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।