মন্ট্রিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মন্ট্রিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংগৃহীত

কানাডা মন্ট্রিলে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রচণ্ড শীত ও বরফ উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ডাউনটাউনে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণে সম্মান ও শ্রদ্ধা জানান হয়।

মন্ট্রিলের বাংলাদেশি রাজনৈতিক দল, সামজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের সদস্যরা ভাষাশহীদের সম্মান জানাতে উপস্থিত ছিলেন।

কানাডা ও কুইবেক বিএনপির যৌথ উদ্যোগে প্রভাত ফেরির পূর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান, অনুষ্ঠান পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন কুইবেক বিএনপির সহ-সভাপতি নওশাদ উল্লাহ, কুইবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ সুয়েব, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আজিজ, তাকসিন বাবু, আব্দুল সজীব, মাসুদ আহমেদসহ কানাডা ও কুইবেক বিএনপির নেতারা।