এশিয়া কাপ আর্চারিতে আরও তিন পদক জিতলো বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারিতে আরও তিন পদক জিতলো বাংলাদেশ

সংগৃহীত

ইরাকের বাগদাদে অনুষ্ঠিত ‘২০২৪ এশিয়া কাপ-স্টেজ-১ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)’ এ গতকালকের পর আজ রোববার শেষদিনে বাংলাদেশ আরও তিনটি পদক জিতেছে। সব মিলিয়ে বাংলাদেশ মোট ৪টি পদক জিতেছে। তার মধ্যে ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ।

আজ রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য জিতে বাংলাদেশ। আর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ব্রোঞ্জ পায়।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ (মো. সাগর ইসলাম, আব্দুর রহমান আলিফ ও মো. হাকিম আহমেদ রুবেল) ২-৬ সেটে হেরে যান ভারতের কাছে এবং রৌপ্য জিতেন। অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচে বাংলাদেশ (মো. সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী) ০-৬ সেটে ভারতের কাছে হেরে গিয়ে রৌপ্য পদক জিতেন।

আর রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানা নিশা) ৬-০ সেটে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জিতেন।

এছাড়া রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশের মো. হাকিম আহমেদ রুবেল ২-৬ সেটে উজবেকিস্তানের ‘সাদিকোভ আমিরখান নিকট পরাজিত হয়ে পদক হাতছাড়া করেন।

তার আগে শনিবার কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের তপু রায় ও মেঘলা রানী ১৪৮-১৪৬ ব্যবধানে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল। 

বাংলাদেশ আর্চারি দল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দেশে ফিরবে।