গাজীপুরে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেট ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ওই ভবনের বেশ কয়েকটি পণ্যের গুদাম।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে টঙ্গী বাজারে মিতালি ম্যানশনে আগুন লাগে। এ সময় ধোঁয়া দেখতে পান তারা। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে একটি মার্কেটে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিনসহ মোট ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় বিভিন্ন পণ্যের বেশ কয়েকটি গুদাম পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।