মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন

মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই প্রতিরক্ষা সহায়তা পেতে চীনের সঙ্গে নতুন চুক্তি করেছে মালদ্বীপ। সোমবার (৪ মার্চ) এই চুক্তি স্বাক্ষর করা হয়। এর আওতায় মালদ্বীপকে সামরিক সহায়তা দেবে চীন।

জানা গেছে, এই সহায়তা পেতে মালদ্বীপকে কোনো অর্থ খরচ করতে হবে না। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই এই চুক্তি স্বাক্ষর করা হলো।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সঙ্গে দেখা করেন।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মাউমুন এবং মেজর জেনারেল বাওকুন মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এটি উভয় দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।