জেলেনস্কির বৈঠকের শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

জেলেনস্কির বৈঠকের শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন বন্দর নগরী ওডেসায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে বৈঠক করছিলেন তখন সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার এই হামলায় জেলেনস্কি আহত হননি।

তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি হামলাটি দেখেছেন এবং শুনেছেন। হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনিব।

জেলেনস্কি বলেন, ‘আমরা আজ এই হামলা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কার সাথে কাজ করছি, তারা কোথায় আঘাত করছে তা তারা চিন্তা করে না। আমি জানি যে আজ সেখানে হতাহতের ঘটনা ঘটেছে, আমি এখনও পুরোপুরি বিবরণ জানি না, তবে আমি জানি যে সেখানে নিহত ও আহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথমে ও সবার আগে নিজেদেরকে রক্ষা করতে হবে। এটি করার সর্বোত্তম উপায় হল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।’