গাজীপুরে গ্যাসের আগুনে নিহত বেড়ে দুই

গাজীপুরে গ্যাসের আগুনে নিহত বেড়ে দুই

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে মনসুর আকন (৩২) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এ বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল। 

মনসুর আকনের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বর্তমানে কালিয়াকৈর টপস্টার নামক এলাকায় থাকতেন। 

জানা গেছে, মনসুর আকনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল সাড়ে আটটায় মারা যান তিনি।

এর আগে গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এর আগে ১৩ মার্চ সন্ধ্যার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাসের আগুনে ৩৫ জন দগ্ধ হন। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন।