রাজবাড়ীতে গণহত্যা দিবস পালিত

রাজবাড়ীতে গণহত্যা দিবস পালিত

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় শহরের লোকশেড বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি সূচনা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে প্রথমে পুষ্পস্তর্বক অর্পণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা করা।
পুষ্পস্তবক অপর্ণ শেষে ১৯৭১ সালে ২৫ শে মার্চের রাতে গণহত্যায় নিহত শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় একই স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার, সিলিভ সার্জনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।