হোয়াটসঅ্যাপে যেভাবে চ্যাট পিন করবেন

হোয়াটসঅ্যাপে যেভাবে চ্যাট পিন করবেন

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে এখন তিনটি মেসেজে পিন করার সুবিধা রয়েছে। চ্যাট তালিকায় যে কারো চ্যাট মেসেজ পিন করে রাখলে চ্যাট ইনবক্স খুললে প্রথমে ওই মেসেজই দৃশ্যমান হবে।

সময়ে জরুরি কোনো বার্তা থাকলে তা স্ক্রল করে খুঁজতে হতো চ্যাট বা গ্রুপে। তা এখন আর করতে হবে না। পিন করে রাখা তিনটি জরুরি মেসেজ দেখা যাবে পরপর।

ফিচারটি কীভাবে ব্যক্তিগত চ্যাট বা গ্রুপে ব্যবহার করবেন, তা জেনে নিন-

  • পিন করার জন্য প্রথমেই যেতে হবে চ্যাট অপশনে।
  • পিন করতে চাওয়া মেসেজের ওপরে ট্যাপ করতে হবে।
  • ওখানে মোর অপশনে ট্যাপ করার পর ‘পিন’ অপশন নির্বাচন করতে হবে।
  • প্রয়োজনে টাইম পিরিয়ড বেছে নিতে হবে।
  • ছবি ও পোল দুটোই পিন করতে পারবেন। পিন করা মেসেজ ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিন রাখা যাবে। আপডেট থাকলে অপশন নির্বাচনের সুবিধা পাবেন। তার পর চ্যাটের ঠিক ওপরে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের মেসেজ দেখা যাবে। ওয়েব বা ডেস্কটপ সংস্করণে এমন পদ্ধতিই প্রযোজ্য।

অ্যানড্রয়েড স্মার্টফোন ছাড়াও ওয়েব, ডেস্কটপ ও আইওএস ব্যবহারকারীরা তিনটি মেসেজ পিন করার সুবিধা পাবেন।