ভূমিকম্প ও ১১টি আফটারশকে কেঁপে উঠল নিউইয়র্ক

ভূমিকম্প ও ১১টি আফটারশকে কেঁপে উঠল নিউইয়র্ক

প্রতীকী ছবি

ভূমিকম্পে কেঁপে ওঠল যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুসারে, স্থানীয় সময় শুক্রবারের ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। 

ভূমিকম্পে কেঁপে ওঠে দুই অঙ্গরাজ্য নিউজার্সি ও নিউইয়র্ক। এ বিষয়ে মাইক্রোব্লগিং প্লাটফর্ম এক্সে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন, “ম্যানহাটনের পশ্চিমে একটি ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সারা নিউইয়র্কজুড়ে এর কম্পন অনুভূত হয়েছে।”

তিনি আরও লেখেন, ভূমিকম্পের প্রভাবগুলো মূল্যায়ন করছে কয়েকটি টিম। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ঘটনা আমরা নিয়মিত বুলেটিনে জানিয়ে দেব।

তবে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

এদিকে সিএনএন জানায়, প্রাথমিক ভূমিকম্পের প্রায় ৮ ঘণ্টা পরে ৪ মাত্রার কম্পনসহ কমপক্ষে ১১টি আফটারশক অনুভূত হয়েছে।

গত পাঁচ দশকে এই এলাকায় রেকর্ড করা তৃতীয় বৃহত্তম ভূমিকম্প এটি। তবে ২৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে নিউজার্সির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।

এ ভূমিকম্পকে ‘বিরল’ উল্লেখ করে বলা হয়, কয়েকশ মাইলজুড়ে লাখ লাখ মানুষ কম্পন অনুভূব করেছেন। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।  সূত্র: আনাদোলু এজেন্সি