পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন

ফাইল ছবি।

সৌদি আরবে তিন দিনের সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (৬ এপ্রিল) শাহবাজ দেশ ছাড়বেন। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর।

পাকিস্তানের ফরেন অফিস জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত সৌদি সফরে থাকবেন।প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে পররাষ্ট্র, প্রতিরক্ষা, তথ্য ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রীরা থাকবেন। তিনি মদিনার মসজিদে নববীতে ওমরাহ পালন করবেন।

সফরকালে পাকিস্তানের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দেখা করতে পারেন ও পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে। নেতারা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করবেন।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী শাহবাজ বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা করবেন। এসময় তিনি সৌদির প্রধানমন্ত্রীকেও ফের পাকিস্তান সফরের আমন্ত্রণ জানাবেন।জানা গেছে, সৌদিতে সফরকালে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প চূড়ান্ত করবেন তিনি। এর মধ্যে কৃষিসহ ও কয়েকটিখাতে দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে।