সাড়ে ৩ হাজার উইকেট শিকারি স্পিনারের মৃত্যু

সাড়ে ৩ হাজার উইকেট শিকারি স্পিনারের মৃত্যু

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড এবং কেন্টের কিংবদন্তি স্পিনার ডেরেক আন্ডারউড মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি টেস্টে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬৬ সালে ট্রেন্ট ব্রিজে অভিষেক হয় আন্ডারউডের। দেশের জার্সিতে ৮৬ টেস্ট খেলেছেন তিনি। ২৫.৮৩ গড়ে নিয়েছেন ২৯৭ উইকেট। স্পিনার হিসেবে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেট শিকারি তিনি। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ৩২ উইকেট আছে তার নামের পাশে। 

কেন্টের হয়ে তার রেকর্ড অবিশ্বাস্য। ক্যারিয়ারের ২৪ বছরই কেন্টের জার্সি পরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে প্রায় ১১শ’ ম্যাচ খেলেছেন এই বাঁ-হাতি অর্থডক্স স্পিনার। স্বীকৃত ক্রিকেটে সব মিলিয়ে ৩ হাজার ৩৬৬ উইকেট শিকার করেছেন তিনি। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্ট ক্রিকেটের চেয়ারম্যান সিমন ফিলিপ, ‘ইংল্যান্ড ও কেন্টের হয়ে ডেরেক অসামান্য অবদান রেখেছেন, জিতেছেন শিরোপা। ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন তিনি। বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে তিনি দারুণ ভূমিকা পালন করেছেন। ক্রিকেট তাকে গভীরভাবে স্মরণ করবে।’