এবার সাভারে ভাঙারি দোকানের গুদামে আগুন

এবার সাভারে ভাঙারি দোকানের গুদামে আগুন

ছবিঃ সংগৃহীত।

সাভারের ব্যাংক কলোনি এলাকার একটি ভাঙারির দোকানের গুদামে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয়রা জানান, সন্ধ্যায় টিনসেট গুদামটিতে হঠাৎ আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও দুটি ইউনিট যোগ দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে গুদামে থাকা ভাঙারির দোকানের মালামাল পুড়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ পরিদর্শক মেহেরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। প্লাস্টিক দ্রব্য থাকায় আগুন নিভতে কিছুটা দেরি হয়।তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেননি এ কর্মকর্তা।